কৃষি সংবাদঃ
আজ ঢাকা সাভারে আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড কর্তৃক দেশের বিভিন্ন জেলা হতে আগত ১৬ জন কৃষককে জাপানি কুবোতা ব্র্যান্ডের রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে চারা রোপণ, ট্রেতে ধানের বীজ বপন, চারা উৎপাদন বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, জনাব ডঃ এ কে এম সাইফুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা জনাব নাজিয়াত আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অফ বিজনেস জনাব মোঃ আমির হোসেন, এফ.সি.এ।

পুরো প্রোগ্রামটি দুটি অধিবেশন মধ্য দিয়ে সম্পন্ন হয়। প্রথম অধিবেশনে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা অবধি অংশগ্রহনকারীদের ‘রাইস ট্রান্সপ্লান্টার’ সংক্রান্ত শ্রেণিকক্ষ ভিত্তিক প্রশিক্ষণ হয় যা শোভাপুর, রাজফুলবাড়িয়া, সাভারে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় অধিবেশনটি দুপুর আড়াইটায় সাভার, হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা গ্রামে অনুষ্ঠিত হয়। রাইস ট্রান্সপ্লান্টার কীভাবে পরিচালনা করবেন সে সম্পর্কে প্রশিক্ষণ পাবার পাশাপাশি অনুষ্ঠানের পরে অংশগ্রহনকারীদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে প্রোগ্রামটি শেষ হয়।
আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড এর হেড অফ বিজনেস জনাব মোঃ আমির হোসেন, এফ.সি.এ বলেন, জাপানি কুবোতা রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে চারা রোপণ তৈরি করলে কৃষকের সময় কম লাগবে এবং খরচ অর্ধেকেরও নিচে নেমে আসবে। এই যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কৃষক যেমন উপকৃত হবে তেমনি বাংলাদেশ কৃষি যান্ত্রিকীকরণ আরো এক ধাপ অগ্রগতি অর্জন করবে।
-শিশির