শিল্প ও সাহিত্যঃ
বাংলা লোকসংগীত রক্ষা এবং তরুণদের কাছে তা পৌঁছে দেয়ার জন্য ‘মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা অ্যাওয়ার্ড ২০২১’ পেল আইপিডিসি ফাইন্যান্স।

বাংলা লোকসংগীতকে তরুণদের মাঝে জনপ্রিয় করে তুলতে দেশীয় শিল্পীদের অংশগ্রহণে আইপিডিসি শুরু করে ‘আইপিডিসি আমাদের গান’, যে প্ল্যাটফর্মে এখন পর্যন্ত ৫ লক্ষ ৭৯ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিরাইট বোর্ডের চেয়ারম্যান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন ও সভাপতি ছিলেন বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইটস জনাব জাফর রাজা চৌধুরী।

আইপিডিসি ফাইন্যান্স-এর পক্ষ থেকে হেড অফ কোম্পানি স্ট্র্যাটেজি, ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন তারেক ইসলাম পুরস্কার গ্রহণ করেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily