আইন আদালতঃ
কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হাতে ঘটনার সময় কোনো অস্ত্র ছিলো না। ঘটনাস্থল পরিদর্শনকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে নতুন তদন্ত কর্মকর্তা সিনিয়র এএসপি খাইরুল ইসলাম এই তথ্য জানান।

১৭ আগস্ট, সোমবার সকালে হেলিকপ্টারে করে ঘটনাস্থল পরিদর্শনের জন্য যান র‌্যাবের মহাপরিচালক। পুলিশের বিরুদ্ধে মামলা তদন্তে র‌্যাব বিব্রত নয় বলেও জানান তিনি।

এ সময় এএসপি খাইরুল ইসলাম বলেন, মেজর সিনহার গাড়ি যখন শামলাপুর চেকপোস্টে থামানো হয়, তখন গাড়ি থেকে নেমে হাত তুলে, হাঁটু গেড়ে বসেন তিনি। হাতে ছিল না কোনো অস্ত্র।

এসআই লিয়াকত গুলি করার সময় মেজর সিনহার হাতের অবস্থান র‌্যাব মহাপরিচালককে দেখান মামলার এই তদন্ত কর্মকর্তা। এছাড়া টেকনাফের শামলাপুর চেকপোস্টে যে ড্রাম ব্যবহার করে গাড়ির গতিরোধ করা হয় এবং গুলিবিদ্ধ হওয়ার পর সিনহার দেহ কোথায় পড়েছিল তাও দেখানো হয়।

এদিকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন্স, মহাপরিচালককে জানান, শামলাপুর চেকপোস্টে আসার আগে সিনহার গাড়ি বিজিবির চেকপোস্টে থেমেছিল। সেখানকার সিসিটিভি ফুটেজ পরিচালনা করে তাদের মনে হয়নি যে গাড়িটি কেউ তাড়া করছে।

এরপর পরিদর্শন শেষে র‌্যাব মহাপরিচালক বলেন, তদন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের হত্যা মামলা তদন্ত করতে তারা বিব্রত নন।

তিনি আরো বলেন, এটা আমরা খতিয়ে দেখছি। যে সকল তথ্য পাচ্ছি প্রতিটি তথ্য নিয়ে তদন্ত করছি। সব কিছুই জানতে পারবেন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily