জাতীয়ঃ
জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ পরিবর্তিত কর্মসূচি ঘোষণা করেছে।
রবিবার ধানমন্ডিস্থ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সংশোধিত কর্মসূচীটি হলোঃ
১৭ মার্চ সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলিত হবে। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এছাড়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে দোয়া মাহফিল শিশু সমাবেশ, গ্রন্থমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এছাড়া মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। এতিম ও দুস্থদের মাঝে খাবার ও ত্রাণ বিতরণ করা হবে।
রাত ৮টায় বঙ্গবন্ধুর জন্মক্ষণ উপলক্ষ্যে সারাদেশে একযোগে আতশবাজি প্রদর্শনী হবে। কেন্দ্রীয়ভাবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে এবং ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই আতশবাজি প্রদর্শনী হবে।
এছাড়া ঢাকার রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসটি ও জাতীয় সংসদ ভবন এলাকায় আতশবাতি প্রদর্শনী হবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে বনানী কড়াইল বস্তি এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রঙ্গণে এতিম ও দুস্থদের মাঝে খাবার ও মিষ্টি বিতরণ করা হবে। সারাদেশে আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরূপ কর্মসূচি পালন করা হবে।
সভার আলোচ্য বিষয় প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাসের কারণে মুজবর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। আমরা কেন্দ্রীয়ভাবে সভানেত্রীর অনুমোদন নিয়ে, সারা বাংলাদেশের জেলা, উপজেলা, মহানগর এমনকি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত আমরা মুজিববর্ষ পালনের নির্দেশনা দিয়েছি। এদিকে মুজিববর্ষ উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন থানা আওয়ামী লীগের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল এক সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে বলে জানা গেছে।
-কেএম