আন্তর্জাতিকঃ

মিয়ানমারের সেনাবাহিনী এবং সহযোগী সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বুধবার রাতে ফেসবুক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

বিবিসির খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারে মিয়ানমার সেনাবাহিনীকে সংস্থাটি ঝুকিপূর্ণ মনে করছে, তাই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান হওয়ার পর মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত একটি ফেসবুক পেজ এবং রাষ্টীয় টিভি চ্যানেলের পেইজ বন্ধ করে দিয়েছিল ফেসবুক।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনী ২০২০ সালের নির্বাচনে ভোটার জালিয়াতির দাবি বাড়াতে ফেসবুকের ব্যবহার বৃদ্ধি করেছে।

এদিকে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভে কমপক্ষে চারজন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন বিক্ষোভকারী এবং একজন পুলিশ সদস্য ছিলেন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily