মিলি সুলতানা, কুইন্স, নিউইয়র্ক থেকেঃ

গারিমা কোঠারি শিক্ষিত রুচিশীল সুপ্রতিষ্ঠিত শেফ। খানা খাজানার সঞ্জীব কাপুরের ভক্ত। ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন ইনভেস্টমেন্ট ব্যাংকার। এরপর আমেরিকার নিউজার্সিতে বসবাস শুরু করেন।

ইন্টারন্যাশনাল শেফ হওয়ার আকাঙ্খা চেপে বসে তাকে। নুক্কাড় নামক রেস্টুরেন্ট খুলে বসেন। তিনি “মাস্টার শেফ ইন ইন্ডিয়া ২০১০” এর পনেরো জনের মধ্যে সেরা ফিনালিস্ট নির্বাচিত হয়েছিলেন।

রেস্টুরেন্ট ব্যবসা ভালোই চলছিল। কিন্তু করোনা পেনডামিকে বিপর্যয় নেমে আসে আমেরিকার অর্থনীতিতে। লস খাওয়া আর সহ্য করতে পারেননি গারিমা কোঠারি ও তার স্বামী মনমোহন মাল। দুজনেই আত্মহননের আশ্রয় নেন গতকাল রবিবার সকালে। সকাল সোয়া সাতটায় গারিমার মৃতদেহ আবিস্কার করা হয়।

মনমোহন মালের মৃতদেহ হাডসন নদীতে ভাসতে দেখা যায়। যা খুবই মর্মান্তিক। সরকার ব্যবসায়ীদের জন্য বিশাল প্রণোদনা দেয়ার পরেও প্রচন্ড উচ্চাভিলাষী গারিমা সন্তুষ্ট হতে পারেননি। তিনি রেস্টুরেন্ট ব্যবসার ধ্বস নামতে দেখতে প্রস্তুত ছিলেন না।

নিজের প্রাণ অপচয় করে ফেললেন। নিশ্চয়ই এটি একটি নির্বোধ সিদ্ধান্ত।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily