স্পোটর্সঃ

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার স্ত্রী সুমনা হক সুমি। তবে সুমির শারীরিক অবস্থা ভালো।

৬ জুলাই, সোমবার রাতে মাশরাফির পারিবারিক সূত্রের বরাতে দেশের গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করে। খবরে এও বলা হয়, বর্তমানে ঢাকার বাসায় থেকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি চিকিৎসা নিচ্ছেন। 

এরআগে ২০ জুন মাশরাফির শরীরে করোনা শনাক্ত হয়। মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার দুই দিনপর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মোর্তুজাও (সিজার) করোনা আক্রান্ত হন। এবার আক্রান্ত হলেন মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি।

চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সিজার এবং স্ত্রী সুমনা হক সুমি।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily