অনলাইনঃ

রাজধানীর মালিবাগ কাঁচা বাজারে আগুন লেগে প্রায় ২৫০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জুয়েল আহমদ।

তিনি বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তবে এর আগেই আগুনে পুড়ে গেছে বাজারে প্রায় ২৫০ দোকান। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত হওয়া এক দোকানদার বলেন, ‘পাশের পলিথিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরই অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily