আন্তর্জাতিকঃ
করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় মার্কিন প্রমোদতরী সান ফ্রান্সিসকো উপকূলে আটকা পড়েছিল। এটি এখন অকল্যান্ডে নোঙর করছে। জাহাজটির মালিক শনিবার এ কথা জানান।

দ্য গ্রান্ড প্রিন্সেস প্রমোদতরীতে ২১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৯ জন ক্রু এবং দুজন আমেরিকান যাত্রী।

প্রিন্সেস ক্রুইজেস ট্যুর কোম্পানী বলছে, রোববার গ্রান্ড প্রিন্সেস অকল্যান্ড বন্দরের দিকে রওনা দিয়েছে। যাদের চিকিৎসা দরকার তাদের সেখানে নামানো হবে।

কোম্পানীটি আরো বলছে, ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের তাদের নিজ অঙ্গরাজ্যের হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা ও পৃথক রাখার জন্যে পাঠানো হবে। যারা ক্যালিফোর্নিয়ার বাসিন্দা নয় তাদের রাজ্য সরকার অন্য রাজ্যগুলোর হাসপাতালে পাঠিয়ে দেবে। এছাড়া ক্রুদের কোয়ারাইনটাইনে রেখেই চিকিৎসা দেয়া হবে।

করোনা মোকাবেলায় মার্কিন সরকারের দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এর আগে বলেছিলেন, ক্রুসহ ৩,৫৩৩ যাত্রীর সকলেরই ভাইরাস পরীক্ষা করা হবে। প্রয়োজনে কোয়ারাইনটাইনে রাখা হবে।

-বাসস

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily