স্পোর্টস ডেস্কঃ

পাকিস্তানের বিপক্ষে মাত্র ৩০ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডজনিত সমস্যার কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তান সংগ্রহ করে ৮৮ রান। জবাবে ১২.৫ ওভারে মাত্র ৩০ রানে অলআউট হয় বাংলাদেশ। বরণ করে ৫৮ রানের পরাজয়, অল্পের জন্য এড়িয়েছে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জা।

তবে এটাই বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বনিম্ন স্কোর। এর আগে পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালে ৪৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এতদিন সেটাই ছিল সালমাদের সর্বনিম্ন দলীয় স্কোর।

তবে নারীদের ক্রিকেটে সর্বনিম্ন স্কোর আফ্রিকার দেশ মোজাম্বিকের। গত আগস্টে নামিবিয়ার বিপক্ষে ২৫ রানে অলআউট হয় মোজাম্বিক।

বুধবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করে বাংলাদেশ দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে পাকিস্তান নারী ক্রিকেট দল।

টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৩ রান সংগ্রহ করতেই ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। এরপর আর খেলায় ফিরতে পারেনি সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি। শেষ পর্যন্ত ১২.৫ ওভারে ৩০ রানেই অঅলাউট হয়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

 

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily