মধ্যরাত থেকে পদ্মা-মেঘনা নদীতে নামবে ৫২ হাজার জেলে

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনা নদীতে নামবে ৫২ হাজার জেলে
মধ্যরাত থেকে পদ্মা-মেঘনা নদীতে নামবে ৫২ হাজার জেলে

সারাদেশঃ
পদ্মা-মেঘনা নদীতে ২২দিন নিষেধাজ্ঞা শেষে আজ সোমবার মধ্যরাত থেকে চাঁদপুরের প্রায় ৫২ হাজার জেলে মাছ ধরতে নদীতে নামবে।

সোমবার (২৫ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তাগোলাম মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মা ইলিশ সংরক্ষণে দেশের ৬টি অভয়াশ্রমে ২২দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সোমবার (২৫ অক্টোবর) মধ্যরাতে।

এবারে জেলার নদীপাড়ের সিংহভাগ জেলে সরকারের নিষেধাজ্ঞা মেনে চললেও একশ্রেণির জেলে মা ইলিশ শিকারে ব্যস্ত ছিল। তবে মধ্যরাত থেকে নদীতে নামার জন্য এখন প্রস্তুত জেলেরা।

এদিকে নিষেধাজ্ঞাকালীন চাঁদপুরের চার উপজেলায় নিবন্ধিত ৪৪ হাজার ৫ জন জেলেকে ২০ কেজি করে খাদ্য সহায়তা দিয়েছে সরকার।

ইলিশের উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষায় অন্য স্থানের মতো চাঁদপুরের মতলব উত্তর ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার জুড়ে এই ২২ দিন ছিলো মাছ ধরা বন্ধ। এ সময় সম্পূর্ণ কর্মহীন ছিল জেলার প্রায় অর্ধশত জেলে। সরকারের চাল পেলেও তা দিয়ে তাদের কিছুই হয়নি। এ কারণে তারা জর্জরিত হয়ে আছে ঋণের বোঝায়।

চাঁদপুরে ৫১ হাজার ১৯০ জন জেলে আছে। এদের মধ্যে ৪৪ হাজার ৫ জন জেলেকে সরকার নিষেধাজ্ঞার সময় ২০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। আর জেলেরা ২০ কেজি করে চালে তাদের সংসার চালানোর যাবে না বলেও দাবী করেছিলো।

এদিকে জেলেদের একমাত্র পেশা নৌকা ও জাল মেরামতে ব্যস্ত হয়ে উঠেছে জেলেরা। কারণ সোমবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে। এ কারণে সরব হয়ে উঠেছে জেলে পল্লীগুলো।

-কেএম

FacebookTwitter