মঙ্গলগ্রহে বরফের গর্তের সন্ধান

পৃথিবীর বাইরে প্রাণের খোঁজ চালিয়ে যাচ্ছেন মহাকাশ গবেষকরা। তারই ধারবাহিকতায় এবার মঙ্গলগ্রহে বরফে ভর্তি গর্তের সন্ধান পেয়েছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সি। তার এর একটি ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। ইএসএ’র মার্স এক্সপ্রেস এর ছবিও তুলেছে।

এটি মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাবনাকে আরো উজ্জ্বল করে তুলেছে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মঙ্গলগ্রহে একটি বরফের হ্রদ। লালগ্রহে ওই বরফ-হ্রদই ফের প্রাণের আশা জাগাচ্ছে। গবেষকদের আশা, মঙ্গলগ্রহে পানির উৎস রয়েছে। ৮২ কিমি প্রস্থ ও ১.৮ কিমি গভীর ওই গর্তে আসলে নন-পোলার বরফের বিরাট একটি রিজার্ভয়ার বা আধার।

-কেএম

FacebookTwitter