ভোটার তালিকা হালনাগাদ শুরু, যুক্ত হচ্ছেন হিজডারাও

অনলাইনঃ
ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ আজ মঙ্গলবার থেকে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

২০০৩ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেয়া ৮০ লাখ ব্যক্তির তথ্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ইসি।

প্রথমবারের মতো তালিকায় অর্ন্তভুক্ত হচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষ। রোহিঙ্গা অধ্যুষিত ৩২ উপজেলায় তালিকা হালনাগাদে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

তথ্য সংগ্রহের কাজ চলবে ১৩ মে পর্যন্ত। যাদের বয়স ১৮ হয়নি কিন্তু ১৬ পেরিয়েছে তাদের তথ্যও সংগ্রহ করা হবে। এরপর ২৫ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে নির্ধারিত কেন্দ্রে নাগরিকদের আঙুলের ছাপ সংগ্রহ ও নিবন্ধনের কাজ।

হালনাগাদে নতুন ভোটারের পাশাপাশি মৃত ভোটারদের নাম বাদ দেয়া এবং ভোটার স্থানান্তরের আবেদনও নেয়া হবে।

৫২ হাজার ৫০০ জন তথ্য সংগ্রহকারী, ১০ হাজার ৫০০ সুপারভাইজার এবং ৭০০ সহকারি রেজিস্ট্রেশন অফিসার ভোটার তালিকা হালনাগাদের কাজ করবেন।

FacebookTwitter