বিনোদনঃ
মালয়ালম ছবিতে অত্যন্ত কঠোর চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী কানি কুসরুতিকে।

কলিউডে পিসাসু, বার্মার মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন কানি মা নামের শর্ট ফিল্মে অভিনয় করে।

সেই কানি কুসরুতিই এবার কর্মস্থলে হেনস্থা নিয়ে মুখ খুললেন। মালয়ালম ছবিতে অভিনয় করতে তিনি যতটা ভালোবাসেন, তারই সঙ্গে বহু চরিত্র পাওয়ার জন্য যৌন সমঝোতার প্রস্তাব পাওয়ার কথাও শেয়ার করেছেন অভিনেত্রী। বিভিন্ন রোলের বিনিময়ে তাঁকে আপস করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি কানির।

তিনি বলেছেন, প্রাথমিক ভাবে আমি ছবির অভিনেত্রী হতে চেয়েছিলাম। কিন্তু ছবি করার সময় আমি বুঝতে পারি এটা আমার জন্য নয়। অনেক সময় এতটা হেনস্থার শিকার হতে হয়েছে যে আমার মনে হয়েছে এখানে টিঁকে থাকা মুশকিল।

অর্থাৎ, ভালো চরিত্রের বিনিময়ে তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়েছিল।

কানি ছবি করা ছেড়ে দিয়ে ফিরে গিয়েছেন থিয়েটারে। তবে উওমেন ইন সিনেমা কালেকটিভ এ বিষয়ে এগিয়ে আসায় এখন অনেকটাই নিরাপদে রয়েছেন অভিনেত্রী।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily