খেলাঃ

ভারতকে ১৮ রানে হারিয়ে প্রথম ফাইনালিস্ট হিসেবে নিজেদের নাম লেখালো নিউজিল্যান্ড। ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে অসাধারণ জয় দিয়ে ফাইনালে পা রাখল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

২৪০ রানের টার্গেটে খেলতে নেমে ভারত গুটিয়ে গেল ২২১ রানেই।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৭৭(৫৯) রান করেন রবিন্দ্র জাদেজা।

নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট ও জেমস নিশাম প্রত্যেকেই ৩টি করে উইকেট নেন।

গতকাল হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচ গড়ায় রিজার্ভ ডে তে।

কিন্তু ভারতের ব্যাটিংয়ের শুরু থেকেই গতি আর সুইং দিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ নাড়িয়ে দেয় নিউজিল্যান্ডের পেস বোলাররা।

বিশেষত ম্যাট হেনরি, শুরুতেই রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে ফিরিয়ে দেন।

৫ রানের মাথায় তিনটি উইকেট হারায় ভারত।

এরপর চেপে বসেন ট্রেন্ট বোল্ট লোকি ফারগুসনরা।

ট্রেন্ট বোল্ট ভিরাট কোহলিকে এলবিডব্লুর ফাঁদে ফেলে আউট করেন।

রিশাভ পান্ট ও হার্দিক পান্ডিয়া প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, ৪৭ রানের জুটি গড়েন এ দুজন।

তবে রিশাভ পান্ট বাউন্ডারি লাইনের আগে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ৩২ রান করে।

রাবিন্দ্র জাদেজা যখন মাঠে নামেন তখন ভারতের দলীয় সংগ্রহ ৯২ রানে ৬ উইকেট।

সেখান থেকে দলকে সামাল দিতে জাদেজা ৫৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেন।

তাকে যথার্থ সঙ্গ দেন মাহেন্দ্র সিং ধোনি।

কিন্তু শেষ পর্যন্ত মার্টিন গাপটিলের দুর্দান্ত থ্রোতে ৫০ রানের মাথায় ফিরে যান ধোনি।

এর আগে গতকাল মঙ্গলবার ৪৬ ওভার এক বলে ২১১ রানে খেলা স্থগিত হয়।

কেইন উইলিয়ামসন ৬৭(৯৫) ও রস টেলর ৭৪(৯০) রান তোলেন।

ভুবনেশ্বর কুমার ৩টিইকেট নেন।

ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ম্যাট হেনরি।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily