সারাদেশঃ
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার পিলারে ধাক্কা খেয়ে উল্টে গেছে একটি যাত্রীবাহি বাস। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন।

এ দুর্ঘটনায় আরো ২০ জনের মতো আহত হয়েছেন।

আজ ২০ জানুয়ারি, বুধবার দুপুরে উপজেলার বগাইল নামক স্থানে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে।

তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে ভাঙ্গার দিকে যাচ্ছিল বাসটি। বেলা ১২টার দিকে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজার আইল্যান্ডে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা খায় বাসটি। এতে সেটি উল্টে গেলে নিচে চাপা পড়েন যাত্রীরা। ঘটনাস্থলেই তিনজন মারা যান।

আরো অন্তত ২০ জনের বেশি এসময় আহত হন।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান।

তিনি আরো জানান, নিহতদের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily