স্পোর্টসঃ
ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ক্রিকেট কমিটির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গতকাল বুধবার ক্লাব প্রাঙ্গনে ক্লাবের গভর্নিং বড়ির সভাপতি আ জ ম নাছির উদ্দিন সবার সম্মতিক্রমে নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

২০১৯-২০২০ সালের নতুন কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন নিয়াজ মোর্শেদ এলিট ও সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান।

১৯ সদস্য বিশিষ্ট ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের নতুন ক্রিকেট কমিটি ক্লাবটিকে নেতৃত্ব দেবে এক বছরের জন্য।

নতুন কমিটির বিষয়ে চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ এলিট বলেন, নতুন কমিটি একটি চ্যাম্পিয়ন দল গড়ে তুলতে কাজ করবে। তরুণদের নিয়ে কমিটি হওয়ায় আশা করছি ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট আরও অনেক ভালো করবে।

এবারের কমিটিতে ভাইস-চেয়ারম্যান হয়েছেন অনুপম শাহজাহান জয়, মাহমুদুল হাসান রনি, সৈয়দ মাসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক উইলিয়াম প্রলয় সমরদার, ম্যানেজার মো. আমিন খান, সহকারী ম্যানেজার মোবারক হোসেন, কোচ মো. মোমিনুল হক, সহকারী কোচ মো. রফিকুজ্জামান মামুন, কার্যকরী সদস্য রাশেদুল ইসলাম রাসেল, আশিকুর রহমান শাহীন, আরেফিন ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, জগলুল শাহরিয়ার, এ এস এম হুমায়ন কবির, রাফাহ নানজিবা তরসা এবং শরীফ উল আলম।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily