অর্থনীতিঃ
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী একটি বিচারাধীন বিষয়ে ব্যাংক এশিয়া কর্তৃক বেআইনীভাবে গ্রাহককে হয়রানি করার ঘটনায় মঙ্গলবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি অসন্তোষ প্রকাশ করেছেন।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক এশিয়ার কর্মকর্তারা ঋণ আদায়ের নামে চট্টগ্রামের এক শিল্পপতির বাড়িতে অবৈধভাবে অভিযান চালিয়ে হয়রানি করেছে। ব্যাংক এশিয়ার কর্মচারী কর্মকর্তা দলের একজন সদস্য প্রকাশ্যে শিল্পপতির বাড়ির আশেপাশে বিশৃঙ্খলা তৈরি করে মাইকে ঘোষণা দিয়ে অশোভনভাবে শিল্পপতিকে ডাকতে থাকেন। ।
শেখ ফজলে ফাহিম বলেন, “একটি বিচারাধীন বিষয়ে ব্যাংক এশিয়ার এমন কর্মকাণ্ড আমাদের হতবাক করে দিয়েছে। এমন আচরণের মধ্য দিয়ে ব্যাংক এশিয়া আমাদের বিচার বিভাগের প্রতি চূড়ান্ত অবজ্ঞা ও অসম্মান প্রদর্শন করেছে। অনুশোভনীয় এই পদক্ষেপটি সারা দেশে এমএসএমই গ্রাহকদের প্রতি অনেক ব্যাংকের আচরণের প্রতিচ্ছবি, কাকতালীয়ভাবে এই ঘটনাটি প্রকাশ পেয়ে গেছে।”
তিনি আরও বলেন, “ব্যবসায়িক মডেল পুনর্গঠন করতে ২.৫% কর্পোরেট ট্যাক্স বিরতি সহ কোভিড ১৯-এর সময় ব্যাংকিং খাতকে সর্বোচ্চ সমর্থন দেওয়া সত্ত্বেও, কিছু ব্যাংক কৃষি ও এমএসএমই খাতে ঋণ প্রদান, পরিষেবা ফি নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানতে ব্যর্থ হয়েছে।
একইসাথে গ্রাহকের সাথে অশোভন আচরণ করে দেশের বিচার প্রক্রিয়াকে এমনভাবে উপেক্ষা করেছে, যেন তারা সকল প্রকার জবাবদিহিতার উর্ধ্বে। এফবিসিসিআই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছে। উদ্যোক্তাদের বিচারাধীন বিষয়গুলোতে কেউ হস্তক্ষেপ করলে তা জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য কাজ করবে এফবিসিসিআই। তাছাড়া এ বিষয়ে আমরা ব্যাংকটির বক্তব্য শুনব।”