কর্মসংস্থানঃ
আগামীকাল শুক্রবার ( ১৯ মার্চ) অনুষ্ঠিত হবে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগত বিদেশী ভিভিআইপিদের গমনাগমনের জন্য ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে এবং কিছু কিছু সময়ের জন্যে যান চলাচল বন্ধ থাকবে।

তাই বিসিএস পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি। পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকল পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাদের নিজ নিজ বাসস্থান হতে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দিতে হবে। যাতে পরীক্ষার্থীরা সকাল ০৮.৩০ ঘটিকার মধ্যে স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সাময়িক অসুবিধার জন্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily