১। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ক) ৮ টি
খ) ৭ টি
২। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
ক) অনমনীয়
খ) তপোবন
৩। ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ-
ক) উৎকর্ষ
খ) অপকর্ষ
৪। মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
ক) রক্তাত্ত প্রান্তর
খ) মুখরা রমণী বশীকরণ
৫। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক) দ্রাবিড়
খ) অস্ট্রিক
৬। বাংলা ( দেশ ও ভাষা ) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?
ক) আইন- ই- আকবরী
খ) আকবরনামা
৭। ঢাকার লালবাগের দুর্গ নির্মান করেন:
ক) শাহ সুজা
খ) শায়েস্তা খান
৮। বাংলার ‘ ছিয়াত্তরের মন্বন্তর’ এর সময় কাল:
ক) ১৭৬৫ খ্রিস্টাব্দ
খ) ১৭৭০ খ্রিস্টাব্দ
৯। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
ক) ৩১ জানুয়ারি ১৯৫২
খ) ১৮ ফেব্রুয়ারি ১৯৫২
১০। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয়-
ক) অগ্রাহায়ণ-পৌষ মাসে
খ) মাঘ – ফাল্গুন
১১। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে?
ক) ৫৮%
খ) ৬২%
১২। বাংলাদেশের প্রথম আদামশুমারি অনুস্ঠিত হয় কবে?
ক) ১৯৭২
খ) ১৯৭৪
১৩। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
ক) পাঙন
খ) রাখাইন
১৪। বাংলাদেশ কে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
ক) স্পেন
খ) পূর্ব জার্মানি
১৫। ‘শুভলং ‘ ঝরনা কোন জেলায় অবস্থিত?
ক) সিলেট
খ) রাঙামাটি
সঠিক উত্তর – ১-ক, ২-ক, ৩-ক, ৪-খ, ৫-খ, ৬-ক, ৭-খ, ৮-খ, ৯-ক, ১০-ক, ১১-খ, ১২-খ, ১৩-ক,১৪-খ, ১৫-খ