বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- জন্ম- ২৬শে জুন ১৮৩৮ ( ১৩ ই আষাঢ় ১২৪৫)
- জন্মস্থান – কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।
- ঔপন্যাসিক ও বাঙালির নবজাগরণের অন্যতম অগ্রদূত।
- সাহিত্যচর্চায় আত্মনিয়োগ – সম্বাদ প্রভাকর পত্রিকার মাধ্যমে।
- প্রথম বাংলা উপন্যাস – দুর্গেশনন্দিনী (বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস )
- দ্বিতীয় উপন্যাস – কপালকুন্ডলা।
- হিন্দুর বাহুবলা ও বীরত্ব রুপায়িত হয়েছে – রাজসিংহ, আনন্দমঠ উপন্যাসে।
- নিস্কাম ধর্মের ব্যাখ্যা উপস্থাপিত হয়- দেবী চৌধুরাণী, সীতারাম উপন্যাসে।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয় কারণ তিনিই প্রথম পাশ্চাত্যরীতি অবলম্বন করে একটি পরিপূর্ণ আখ্যান রচনা করেন।