- নীল দর্পণ হল দীন বন্ধু মিত্র রচিত একটি বাংলা নাটক।
- প্রকাশকাল- ১৮৬০
- ঢাকা থেকে প্রকাশিত ১ম গ্রন্থ।
- আজিমপুরের বাংলা প্রেস থেকে প্রকাশিত হয়।
- এই নাটক এর অন্যতম বৈশিষ্ট্য আঞ্চলিক ভাষার সাবলীল প্রয়োগ।
- মেহেরপুর অঞ্চলের নীল চাষিদের ওপর নির্যাতনের চিত্র ফুটে ওঠে।
- বেনামে প্রকাশিত হয়।
- পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়।
- এই নাটক দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জুতা ছুরে মেরেছিলেন। পরে মাইকেল মধুসূদন দত্ত এই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন এবং নাম দেন – The Indigo planting of mirror.