স্পোর্টসঃ
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই রাউন্ডের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল দল।

ঘোষিত দলে সুপারস্টার নেইমারকে ফিরিয়েছেন কোচ তিতে। ইনজুরির কারণে গত নভেম্বর আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুই প্রীতি ম্যাচে খেলতে পারেননি এই ফরোয়ার্ড।

২৪ সদস্যের স্কোয়াডে একমাত্র নতুন মুখ মিডফিল্ডার ব্রুনো গিমারেস। আর চোটের কারণে দল থেকে বাদ পড়লেন গোলবারের নিচের ভরসা আলিসন। তার পরিবর্তে সেলেকাওদের গোলবার আগলাতে দেখা যাবে ম্যান সিটিতে খেলা এদেরসনকে।

আগামী ২৮ মার্চ বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় নিজেদের মাঠে বাছাইয়ের প্রথম ম্যাচে খেলতে নামবে ব্রাজিল। বলিভিয়ার মুখোমুখি হয়েই হেক্সা মিশনে নামবে তারা। ১ এপ্রিল সকাল সোয়া আটটায় পেরুর মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ঘোষিত ব্রাজিল দল : গোলরক্ষক : এদেরসন, ওয়েভারতন, ইভান; ডিফেন্ডার : থিয়াগো সিলভা, মার্কিনিয়োস, এদের মিলিতাও, ফিলিপে আগুস্ত, দানি আলভেস, দানিলো, রেনান লোদি, আলেক্স সান্দ্রো; মিডফিল্ডার: আর্থার, কাসেমিরো, ফাবিনিয়ো, এভেরতন রিবেইরো, ব্রুনো গিমারেস; ফরোয়ার্ড: ফিলিপ্পে কৌতিনিয়ো, গাব্রিয়েল জেসুস, রিশার্লিসন, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল বারবোসা, নেইমার, এভেরতন, ব্রুনো এইহিক।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily