অনলাইন ডেস্কঃ

তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্তি দিতে বিমান থেকে বার্তাবাহী একটি ব্যানার উড়ানো হয়েছে।

বিশ্বের সর্বোচ্চ সাতটি পর্বতচূড়া জয়ী প্রথম বাংলাদেশি ওয়াসফিয়া নাজরিন নিউইয়র্কের আকাশে এই ব্যানারটি উড়ান বলে জানিয়েছেন।

শহিদুল আলমকে মুক্তির দাবি জানানো ওই ব্যানারে লেখা ছিলো ‘আমাদের শিক্ষককে মুক্তি দিন’।

সোমবার সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ওয়াসফিয়া বলেছেন, ‘শহিদুল আলমের মুক্তি চেয়ে ব্যানারটিকে ম্যানহাটনের আকাশে বিমান থেকে ঝুলিয়ে সূর্যাস্ত পর্যন্ত দেড় ঘণ্টা ধরে উড়ানো হয়।’

তিনি আরো বলেছেন, ‘শহিদুল আলম বাংলাদেশ এবং বহির্বিশ্বের কাছে অনুপ্রেরণার নাম। তার মতো মানুষ পাওয়ার জন্য বাংলাদেশিদের গর্বিত উদযাপনে শামিল হওয়া উচিত।

আমরা, বাংলাদেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ তরুণেরা, সরকারের কাছে অবিলম্বে তাকেসহ আমাদের সকল শিক্ষকের নিঃশর্ত মুক্তির অনুরোধ জানাতে পারি।

আমি আশা করছি, সম্মানিত নেতারা আমাদের এই বার্তার প্রতি মনোনিবেশ করবেন।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ধানমন্ডির নিজ বাসা থেকে সাদা পোশাকধারী কয়েকজন লোক তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাকে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এরপর বিভিন্ন সময় আইনজীবিরা তার জামিনের জন্য আবেদন করলেও এখন পর্যন্ত আদালত তাঁর জামিন মঞ্জুর করেনি।

 

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily