স্পোর্টসঃ

৬ বছর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। সে হিসেবে গতকাল বুধবার (১২ ডিসেম্বর) ছিলো তাদের বিবাহবার্ষিকী। আর এই বিশেষ দিন উপলক্ষে স্ত্রী শিশিরকে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন সাকিব।

বিবাহবার্ষিকী উপলক্ষে স্বামীর কাছ থেকে এমন উপহার পেয়ে আপ্লুত শিশির। বুধবার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন শিশির। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বিবাহবার্ষিকীর সেরা উপহারটির উপর চেরি, সাকিব আল হাসানের তরফ থেকে।’

দীর্ঘদিনের প্রেমের পর ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালের নভেম্বরে তাদের ঘর আলো করে আসে ফুটফুটে এক কন্যা সন্তান, যার নাম আলায়না হাসান অব্রি। বাবা এবং মায়ের মত অব্রিও ইতোমধ্যে পেয়ে গেছে তারকাখ্যাতি!

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily