সারাদেশঃ

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ সরকারি চাল ও গম জব্দ করা হয়েছে। ব্যক্তি মালিকানাধীন দুটি গোডাউনে জব্দকৃত ওই চাল ও গম গুলো মজুদ করা হয়।

একই সঙ্গে অবৈধভাবে মজুদ করায় গোডাউন দুটি সিলগালা করে দেয় স্থানীয় প্রশাসন।

২ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার কমলনগরের হাজিরহাট এলাকায় ওই অভিযান চালানো হয়।

এ সময় ৯৫ টন চাল ও ট্রাক ভর্তি ২০ টন গম জব্দ করা হয়েছে। ওই গোডাউন দুটির মালিক ব্যবসায়ী শেখ ফরিদ। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত সরকারি বিভিন্ন বরাদ্ধকৃত চাল স্থানীয় ব্যবসায়ী শেখ ফরিদ তার গোডাউনে অবৈধভাবে মজুদ রেখেছেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জেলা কর্মকর্তারা এমন সংবাদ পান। পরে তথ্য অনুযায়ী সংস্থাটির লক্ষ্মীপুরের পরিচালক মানিক চন্দ্র দে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ফরিদের গোডাউনের সামনে ট্রাকভর্তি ২০ টন গম ও গোডাউনের ভেতরে ৯৫ টন সরকারি চাল পাওয়া যায়। পরে তার দু’টি গোডাউন সিলগালা করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন জানান, সরকারি চাল ও গম পেয়ে আমরা গোডাউন দু’টি সিলগালা করেছি। শিগগির তদন্ত টিম গঠন করে বিষয়টি খতিয়ে দেখবে প্রশাসন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily