অনলাইনঃ
রংপুরের পীরগাছায় ২৫০ পিস ইয়াবাসহ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইজ্জত আলী ও তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার অন্নদানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানা পুলিশ অন্নদানগরে অভিযানে যায়। এ সময় কুড়িগ্রাম সদর থানায় কর্মরত উপ-পরিদর্শক ইজ্জত আলী ও স্থানীয় পাঁচ যুবককে ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ইজ্জত আলী অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। গ্রেফতার অন্যরা হলেন, উপজেলার জাদু লস্কর এলাকার নুরুল ইসলামে ছেলে মামুন মিয়া, একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে জিয়াউর রহমান, আকতার ভূঁইয়ার ছেলে পিয়াল, আব্দুল আজিজের ছেলে আরিফ হোসেন ও অন্নদানগরের আফসার ভূঁইয়ার ছেলে পিংকু।

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily