বিদ্যুতের নতুন মূল্য নির্ধারণ আজ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

জাতীয় সম্পদঃ
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুতের দামের বিষয়ে ঘোষণা দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

অনলাইনের তারা এই ঘোষণা দেবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ১৮ মে পিডিবির বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি করে কমিশন। নিয়ম অনুযায়ী গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম রয়েছে।

গণশুনানির ৯০ কার্যদিবসের সময়সীমা শেষ হবে ১৪ অক্টোবর। তাই আজ ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিইআরসির একজন কর্মকর্তা বলেছিলেন, দাম বাড়লে আসলে কী হতে পারে, আর না বাড়লে কী হবে—তা নিয়েই মূলত এখনও আলোচনা চলছে। শেষ মুহূর্ত পর্যন্ত দাম বাড়বে নাকি একই রাখা হবে, তা বলা কঠিন।

গেল ১৮ মে বিদ্যুতের পাইকারি মূল্য বাড়াতে অনুষ্ঠিত গণশুনানিতে প্রায় ৬৬ শতাংশ দাম বাড়ানোর আবেদন করে পিডিবি। সে সময় ভর্তুকি ছাড়া ৫৮ শতাংশ দাম বাড়ানো এবং ভর্তুকি দিলে দাম না বাড়ানোর সুপারিশ করে বিইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি।

-আরপি

FacebookTwitter