বিদ্যুতের তারে ফানুসের ছড়াছড়ি, মেট্রোরেল বন্ধ

জাতীয় সম্পদঃ
বৈদ্যুতিক তারে ফানুস আটকে থাকায় দুর্ঘটনা এড়াতে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে।

রোববার (১ জানুয়ারি) সকালে আগারগাঁও স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।

মেট্রোরেলে ভ্রমণে এসে রেল চলচল করছে না জেনে বেজার হয়েছেন অনেকে।

এ বিষয়ে ফেসবুকে অলিভার শ্যামলী নামক এক ভ্রমণকারী প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “মেট্রোরেলের জন্য সকাল থেকে দাঁড়িয়ে আছি এখন 10:07 বাজে তারপরও এখনো চালু হয়নি মেট্রোরেল।”

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, থার্টি ফাস্ট উদযাপনে উড়ানো ফানুস মেট্রোরেলের লাইনে ও বৈদ্যুতিক তারে পড়ায় মেট্রোরেল চলাচল বন্ধু রয়েছে।

তিনি বলেন, ম্যানুয়ালি এই ফানুস একটা একটা করে পরিষ্কার করতে হবে। লাইন থেকে ফানুস পরিস্কার করা না পর্যন্ত বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল।

দুর্ঘটনা এড়াতেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান মাহফুজুর রহমান।

-আরপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily