অনলাইন ডেস্কঃ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী মজিবর রহমান সরোয়ারের গণসংযোগস্থলের পাশ থেকে নেতাকর্মীদের ১০টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ।

আটককৃত ওই মোটরসাইকেলের মালিকদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর ভাটিখানা এলাকা থেকে এই মোটরসাইকেলগুলো আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, গতকাল রাতে নগরীর ভাটিখানা মন্দিরের সামনে বিএনপির মেয়র পদপ্রার্থী মজিবর রহমান সরোয়ার গণসংযোগ করছিলেন।

গণসংযোগস্থলের কিছু দূরেই আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেলের বহর নিয়ে কয়েকজন ব্যক্তি বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে নানা স্লোগান দিতে থাকেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ন কবির। সেখান থেকে ১০টি মোটরসাইকেল আটক করে মোটরসাইকেল চালকদের সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily