বিএনপি’র স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় খালেদা জিয়ার মুক্তি দাবি

অনলাইনঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে দীর্ঘদিন পর বড় ধরনের শোভাযাত্রা করেছে বিএনপি।

স্বাধীনতা দিবসের শোভাযাত্রা হলেও নেতা-কর্মীদের স্লোগান আর প্ল্যাকার্ডে লেখার মূল দাবি ছিল খালেদা জিয়ার মুক্তি। শোভাযাত্রায় খালেদা জিয়ার মুক্তি ও স্বাধীনতা দিবসের বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ছিল। এ ছাড়া জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, ট্রাক ও ভ্যান গাড়ি নিয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। নেতা-কর্মীদের হাতে থাকা প্ল্যাকার্ডে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান লেখা ছিল, এসবের মধ্যে ছিল‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। এ সময় দলটির নেতা-কর্মীরা স্লোগান দেন ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘স্বাধীনতার অপর নাম, জিয়াউর রহমান’।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির এটাই ছিল বড় ধরনের শোডাউন। বুধবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রাটি কাকরাইল মোড় হয়ে শান্তিনগর ঘুরে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শোডাউনের আগে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। পর্যায়ক্রমে যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা ট্রাকে করে শোভাযাত্রায় অংশ নেন। এছাড়া জাসাস নেতাকর্মীরা ট্রাকে করে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে।

শোডাউনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। শোডাউন চলাকালে পুলিশ চারিদিকে ঘিরে ছিল।

এর আগে শোভাযাত্রায় অংশ নিতে দুপুর ১২টা থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। লাল-সবুজের রঙ-বেরঙের পোশাক পরে অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বিজয় র‌্যালিতে অংশ নেন।
-ডিকে

FacebookTwitter