অনলাইনঃ
বিএনপির উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তার করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।
আজ বেলা ১১ টায় ঢাকার গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুলু প্রার্থিতা ফেরাতে আপিল বিভাগে আইনি লড়াইয়ে ছিলেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো.মাহবুব আলম বলেন, শেরেবাংলা নগর থানার একটি মামলায় উনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে।
গোয়েন্দা পুলিশ যখন দুলুকে তার বাসা থেকে গ্রেপ্তার করে, এই বিএনপি নেতার আইনজীবীরা তখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মনোনয়নপত্রের বৈধতা প্রশ্নে শুনানি করছিলেন।
দুলুর ব্যাক্তিগত সহকারী শামসুল আলম রনি বলেন, ডিবির লোকজন এসে বাসা থেকে উনাকে নিয়ে গেছে, বিস্তারিত কিছু তারা বলেনি।
সাবেক ভূমি প্রতিমন্ত্রী দুলু একাদশ সংসদ নির্বাচনে নাটোর-২ আসনে দলের মনোনয়ন পেয়েছিলেন।
কিন্তু ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিলেও সেই সিদ্ধান্ত বহাল থাকে।
নির্বাচন কমিশনে আপিল খারিজ হয়ে যাওয়ার পর দুলুর আসনে তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে নির্বাচন কমিশনে তালিকা পাঠায় বিএনপি। কিন্তু দুলু হাই কোর্টে রিট আবেদন করে প্রার্থিতা ফেরত পান।
-আরবি