বিএনপির মনোনয়ন প্রত্যাশীর লাশ মিললো বুড়িগঙ্গায়

অনলাইনঃ

বিএনপির মনোনয়ন প্রত্যাশী এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে বুড়িগঙ্গা নদী থেকে। ঢাকায় মনোনয়নপত্র নিতে আসা বিএনপির যশোর জেলার সহ-সভাপতি ও কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর আবু (৬৫) লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে বৃহস্পতিবার সন্ধ্যায় সনাক্ত করেন তার পরিবারের সদস্যরা।

নিহতের দৌহিত্র সাইদুল ইসলাম লিটন মানবজমিনকে বলেন, গত ১৮ই নভেম্বর রোববার পুরানা পল্টনের একটি আবাসিক হোটেল থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের মরদেহ হিসেবে তার লাশ সোমবার রাতে মিটফোর্ড হাসপাতাল মর্গে রেখে যায় বলে তিনি জানান।

পুলিশ, হাসপাতাল সূত্র ও নিহতের স্বজনরা জানান, আবু বকর আবু যশোর-৬ সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে চেষ্টা করছিলেন। সেজন্য গত শনিবার তিনি কয়েকজন দলীয় নেতা-কর্মীসহ পুরানা পল্টনের হোটেল মেট্রোপলিটনে উঠেন।

রোববার রাত ৮ টার দিকে তিনি হোটেল থেকে বেরিয়ে যান। তার ঘন্টাখানেক পর তিনি তার ভাতিজা সুমনকে ফোন করে জানান, তাকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা অপহরণ করে নিয়ে যাচ্ছে।

-আরবি

FacebookTwitter