রাজনীতিঃ
বিএনপির সিনিয়র নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমএ মতিন (৮৭) মারা গেছেন।
তিনি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার চার বারের নির্বাচিত সাবেক সাংসদ।
মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টায় ঢাকার উত্তরা রেডিক্যাল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিএনপি চেয়ারপারসেনর প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
দিদার ও মিন্টু জানান, এক সপ্তাহ আগে তিনি উত্তরা নিজ বাসায় ব্রেন স্ট্রোক করলে উত্তরা রেডিক্যাল হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানেই মারা যান তিনি। তার স্ত্রী চার বছর আগে মারা যান। তিনি এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরদেহ আজই চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় নেয়া হবে।
স্থানীয়ভাবে জানাজা শেষে টোরাগড় মুন্সিবাড়ী পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হবে।
-এফকে