চলমানঃ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা দেশ প্রায় অচল। মানুষের আয়-উপার্জনসহ সবকিছুই থমকে গেছে। এই অবস্থায় দেশের সকল বাড়ি, অফিস ও দোকান মালিকদের প্রতি ৩ মাসের (মার্চ, এপ্রিল মে) ভাড়া মওকুফের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ভাড়াটিয়া অধিকার সংরক্ষণ সোসাইটির সভাপতি মোঃ শহিদুল্লাহ পাটোয়ারী, মহাসচিব কামরুদ্দীন হিরা, যুগ্ম মহাসচিব মোহাম্মদ মনির হোসেন কাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন তালুকদার ।
মানবিক দিক বিবেচনায় ইতিমধ্যে বাড়ি ভাড়া মওকুফ করা বাড়িওয়ালাদেরও ধন্যবাদ জানিয়েছেন সোসাইটির নেতৃবৃন্দ। এবং এই ধারা অব্যাহত রেখে আপদকালীন সময় বিবেচনায় আলোচনার মাধ্যমে সহনীয় পর্যায়ে ৩ মাসের বাড়ি, অফিস ও দোকান ভাড়া মওকুফের আহবান সোসাইটির নেতৃবৃন্দের।
সংশ্লিষ্ট মহল প্রজ্ঞাপণ জারির মাধ্যমে এ উদ্যোগকে কার্যকর করে অসহায় ভাড়াটিয়াদের পাশে দাড়াবেন ও ভাড়াটিয়াদের চরম দুর্দশা বিবেচনা করে সহৃদয়শীল বাড়ি, অফিস ও দোকান মালিকরা ভাড়া মওকুফ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সোসাইটির নেতৃবৃন্দ।