করোনা সংবাদঃ
করোনাভাইরাসের সংক্রমনের প্রকোপ রোধে সম্ভাব্য সংকটময় পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর পাঁচটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রস্তুত থাকতে বলা প্রতিষ্ঠানগুলো-
রাজধানী মিরপুরের লালকুঠি হাসপাতাল,বাবুবাজারের ঢাকা মহানগর হাসপাতাল,শেরে বাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল,মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের করোনা আইসোলেশন সেন্টার ও ফুলবাড়িয়ার সরকারী কর্মচারী হাসপাতাল।

সরকার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি নীতিমালা বলছে, বাংলাদেশে আসলে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালা অনুযায়ী টানা দুই সপ্তাহ সংক্রমণ পরীক্ষার বিবেচনায় ৫ শতাংশের নিচে হলে করোনা নিয়ন্ত্রণে ধরা যায়। বাংলাদেশে টানা আট সপ্তাহের বেশি সংক্রমণ এর নিচে ছিল। নিয়ন্ত্রণে আসার পর টানা দুই সপ্তাহ সংক্রমণ ৫ শতাংশের বেশি হলে দ্বিতীয় ঢেউ ধরা যায়। বর্তমানে দেশের সংক্রমণ হার ১১ শতাংশের ওপরে। বাংলাদেশে এই পরিস্থিতি ১৬ দিন ধরে দেখা যাচ্ছে।

সোমবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত এ মহামারিতে মোট মারা গেছেন ৮ হাজার ৮৭২০ জন। অন্যদিকে ২৫ হাজার ১১১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,৮০৯ জন। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনের।

এদিকে, দেশজুড়ে করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম চলমান আছে। তবে দিনকেদিন টিকাগ্রহীতার সংখ্যা কমছে। সোমবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী সারাদেশে ভ্যাকসিন নিয়েছেন ৭০ হাজার ৯৩৩। ররবিবার এই সংখ্যা ছিল ৮০ হাজার ২২২। এ নিয়ে মোট ৪৯ লাখ ১১ হাজার ৯০২ জনকে করোনার টিকা দেয়া হলো।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily