বাংলাদেশঃ
রাজধানীর তুরাগে একটি বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর ৪টা ২০ মিনিটে তুরাগের চণ্ডালভোগ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে
নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর (১৯), রোমা আক্তার (১৭) ও আফরিন (১৪)। তুরাগ থানার এসআই সজল কান্তি রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথমে বিদ্যুতের খুঁটি থেকে আগুনের সূত্রপাত।
এরপর সেই আগুন পাশের টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিন ভাই-বোনের মৃত্যু হয়।
খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
-টিপু