বাণিজ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

বাণিজ্যমন্ত্রী করোনায় আক্রান্ত
বাণিজ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

করোনা সংবাদঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

১৭ জুন, বুধবার নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। তিনি আজকেই রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি হবেন বলে জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকশি এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে আবদুল লতিফ বকশি জানান, বাণিজ্যমন্ত্রীর আজ করোনা টেস্টে পজেটিভ এসেছে। তাই তিনি আজই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হবেন।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৪৩ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ১৩০৫ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪০০৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ৪৮৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৮৮৮৯ জন।

বুধবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

-ডিকে

FacebookTwitter