অর্থনীতিঃ

দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ২০২০-২১ অর্থবছরে বাজেট এক হাজার ৪১৫ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রথমবারের মতো আংশিক হলেও ডিজিটাল পদ্ধতিতে বাজেট প্রস্তাব পেশ করেছে অর্থমন্ত্রী। এবারের বাজেট গতাণুগতিক কোনো বাজেট নয় উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেওয়া ওই বাজেট প্রস্তাবে তথ্যপ্রযুক্তি বিভাগ গত অর্থবছরের চেয়ে ২২৩ কোটি টাকা বেশি পেয়েছে।

গত অর্থবছরে তথ্যপ্রযুক্তি বিভাগকে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল এক হাজার ৯৩০ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটের পরিমাণ দাঁড়িয়েছিল এক হাজার ১৯২ কোটি টাকা। 

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily