স্পোর্টস ডেস্কঃ
রোববার মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশ।
টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়নরা মাসুরা পারভিনের একমাত্র গোলে চ্যাম্পিয়নশিপ জিতল।
গ্রুপপর্বের শেষ ম্যাচে এই নেপালকে ২-১ গোলে হারিয়েই গ্রুপসেরা হয়েছিল লাল-সবুজের মেয়েরা।
গত বছরের ডিসেম্বরে ঢাকায় মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ভুটানের মাটিতে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের পা ঘুরে সাউথ এশিয়ার বয়সভিত্তিক ফুটবলের আরেকটি শিরোপা এল।
প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। লাল-সবুজের উজ্জীবিত মেয়েরা ফাইনালে আসার পথে সবকটি ম্যাচই জিতেছে। সে পথে তিন ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে ২৩ গোল। বাংলাদেশকে সেই তুলনায় ফাইনালে কঠিন পরীক্ষাই দিতে হল।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে দারুণ খেলে একের পর এক আক্রমণ গড়েছে বাংলাদেশ। শুধু ফিনিশিংটাই হচ্ছিল না। সময়টাতে নেপালও কয়েকবার হামলে পড়েছে বাংলাদেশের রক্ষণে।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ফিরেই জালের দেখা পায় বাংলাদেশ। ম্যাচের ৪৯ মিনিটে দূরপাল্লার এক ফ্রি-কিক নেপাল বক্সের মধ্যে মাসুরা পারভিনের মাথা খুঁজে পায়। দর্শনীয় হেডে বল প্রতিপক্ষের জালে জড়িয়ে লাল-সবুজদের আনন্দে ভাসাতে ভুল করেননি মাসুরা।
পরে পাল্লা দিয়ে বেড়েছে বাংলাদেশ, নেপাল দুদলেরই আক্রমণের ধার। তবে সময়টাতে প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি কোনো দলই। শেষপর্যন্ত ওই এক গোলেই উল্লাসে মেতে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ।
দারুণ এই জয়ে নেপালের বিপক্ষে হাসিমুখে মাঠ ছাড়ার ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৮ পর্যায়ে এই টুর্নামেন্টেই প্রথম দেখা দুদলের। তবে আগে বয়সভিত্তিক সব প্রতিযোগিতাতে দেখায় জয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশই। ২০১৭ সালে ঢাকায় অনূর্ধ্ব-১৫ সাফ টুর্নামেন্টে ৬-০ গোলে জয়, একই টুর্নামেন্টে গত আগস্টে ভুটানের মাটিতে ৩-০ গোলে জয়, ২০১৬ সালে কাজাখস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ১৪-০ গোলে জয়, আর ২০১৫ সালে নেপালকে ১-০ গোলে হারানোর সুখস্মৃতি আছে লাল-সবুজদের। ভুটানে এবার গ্রুপপর্বের সাক্ষাতেও জেতে বাংলাদেশ, ২-১ গোলে। ফাইনাল জয়ে সেই ধারা অব্যাহত থাকল।
গত আগস্টে থিম্পুতে ভারতের কাছে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। সেই থিম্পুতেই হতাশা ভুলিয়ে দিল অনূর্ধ্ব-১৮ মেয়েদের এ শিরোপা।
-আরবি