আন্তর্জাতিকঃ

প্রেমের সামনে কোনো বাধাই বাধা নয়। জাত-পাত, ধর্ম-বর্ণের বাধা ডিঙিয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করেছেন এক ইতালীয় পুলিশ কর্মকর্তা। দীর্ঘদিনের প্রণয়কে শেষে পরিণয়ে রূপ দিয়েছেন তারা।

স্থানীয় গণমাধ্যমে পুলিশ কর্মকর্তা দোমেনিকো তাম্বুররিনো ও বাংলাদেশি তরুণী সুমাইয়ারার বিয়ের সংবাদ প্রচারিত হয়েছে। ইতালির দক্ষিণাঞ্চলীয় কাম্পানিয়া বিভাগের সালের্নো প্রভিন্সের মাইওরি পৌর এলাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়।

সংবাদ সূত্রে জানা যায়, তুরিন সিটি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনার সময় ২৫ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত সুমাইয়ারার সাথে পরিচয় হয় দোমেনিকো তাম্বুররিনোর। ধীরে ধীরে তাদের পরিচয় প্রণয়ে রূপ নেয়। অবশেষে তা বিয়েতে রূপ পেলো গতকাল ১৪ সেপ্টেম্বর, সোমবার।

বিয়ের অনুষ্ঠানে নিজ বাহিনীর গৌরব তুলে ধরতে ইউনিফর্ম পরেন বর দোমেনিকো। আর লাল চুড়িদার শাড়িতে কনে সাজেন সুমাইয়ারা। দুজনই নিজ নিজ সংস্কৃতিকে তুলে ধরেন বিয়েতে। বিপরীত দুই সংস্কৃতির মেরুতে অবস্থান করেও প্রেমের টানে একে অপর আপন করে নেয়ার এই ঘটনা ইতালির গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া ব্যাপক আলোড়ন তুলেছে।

বিয়েতে বরের পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবরা উপস্থিত থাকলেও করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে কনে সুমাইয়ারার পরিবারের কেউ এতে যোগ দিতে পারেননি।

উল্লেখ্য, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্যারামিলিটারি পুলিশ ফোর্স ক্যারাবিনিয়ারির মার্শাল হিসেবে উত্তর-পশ্চিম ইতালির পিয়েমন্তে বিভাগের তুরিন প্রভিন্সে কর্মরত আছেন দোমেনিকো তাম্বুররিনো। স্থানীয়রা বলছেন, ইতালীয় কোনো পুলিশের সাথে বাংলাদেশি তরুণীর বিয়ের এটিই প্রথম ঘটনা।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily