অর্থনীতিঃ
বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশনের (জেসি) ১৩ তম সভা আজ বুধবার ঢাকায় শুরু হতে যাচ্ছে। এবারের সভায় জনশক্তি ও কর্মসংস্থান, অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়ন বিনিয়োগসহ রোহিঙ্গা ইস্যুটি প্রাধান্য পাচ্ছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এবং সৌদি শ্রম মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাহির আবদুল রহমান গাসিম সভায় নেতৃত্ব প্রদান করবেন।

ইআরডি সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী এই সভায় শিল্প, বিদ্যুত্ ও জ্বালানি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, তথ্যযোগযোগ প্রযুক্তিসহ ধর্ম খাতে সহযোগিতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সৌদি সরকার বাংলাদেশের পাসপোর্টধারী রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য যে তাগিদ দিচ্ছে, সে বিষয়টি যৌথ কমিশনে আলোচনা হতে পারে। সৌদিতে ৪২ হাজার রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অবস্থান করছে বলে দেশটি দাবি করছে। এদের কাজের মেয়াদ শেষ হয়ে অনিয়মিত হয়ে পড়েছে। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় সৌদি আরব। বিষয়টি সভায় আলোচনা হতে পারে।

এর আগে গতবছরের মার্চে যৌথ কমিশনের ১২তম সভা সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়। সেসময় দক্ষ শ্রমশক্তি তৈরিতে বাংলাদেশে একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনে সহায়তা ছাড়াও আইটি, প্রকৌশলী, হিসাবরক্ষণ ও ব্যাংক খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগেরও অনুরোধ জানানো হয়।

উচ্চশিক্ষা ও গবেষণার জন্য দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সৌদি আরবে কর্মরত বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের স্বার্থসংক্রান্ত বিষয়সমূহ আলোচিত হয়। সেই বিষয়ের অগ্রগতি এবারের বৈঠকে আলোচনা হবে বলে জানা যায়।
-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily