অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রাণ অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

এই  কমিটিতে মো. রেজানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। 

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা জানানো হয়।

২ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

আওয়ামীলীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই কমিটি অনুমোদন করেছেন। সভানেত্রীর পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি:

সভাপতি: মো. রেজানুল হক চৌধুরী শোভন
সাধারণ সম্পাদক: গোলাম রাব্বানী

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা:

সভাপতি: সঞ্জিত চন্দ্র দাস
সাধারণ সম্পাদক: সাদ্দাম হোসেইন

ঢাকা মহানগর (উত্তর):

সভাপতি: মো. ইব্রাহিম
সাধারণ সম্পাদক: সাইদুর রহমান হৃদয়

ঢাকা মহানগর (দক্ষিণ):

সভাপতি: মেহেদী হাসান
সাধারণ সম্পাদক: মো. জোবায়ের আহমেদ

মে মাসের ১১ ও ১২ তারিখে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনের পর কমিটি ঘোষণার নিয়ম থাকলেও শীর্ষ পদের নেতৃত্ব বাছাইয়ে সময় নেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে দীর্ঘ সময় ধরে যাচাই বাছাই শেষে এই কমিটি ঘোষণা করা হলো।

জানা গেছে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ৩২৩ জনের জীবনবৃত্তান্ত বিভিন্ন মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর এসব নেতার অনেককেই গণভবনে স্বাক্ষাতকার নেন প্রধানমন্ত্রী।

২৬ ও ২৭ জুলাই ২০১৫ তে সাইফুর রহমান সোহাগকে সভাপতি এবং এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ছাত্রলীগের সদ্য গত কমিটি গঠিত হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily