বরাবরের মত সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরে ঈদ

বরাবরের মত সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরে ঈদ
বরাবরের মত সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরে ঈদ

সারাদেশঃ
বরাবরের মত সৌদি আরবের সাথেই চাঁদপুরের আজও ১৫ গ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

ঈদগাহ্ ময়দানে ঈদের নামাজ পড়লেও সামাজিক দূরত্বের বিষয়টি পালন করা হয়েছে।

হাজীগঞ্জের সাদ্রা মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা আরীফ চৌধুরী। এ সময় আরীফ চৌধুরীর অনুসারী মুসল্লীরা ঈদের জামাতে অংশ নেয়। পরে ক্রমান্বয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তিসহ ৫ উপজেলার প্রায় ১৫ টি গ্রামে আজও ঈদ উদযাপিত হচ্ছে। নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে বিশ্বের প্রথম চন্দ্র দর্শণের নির্ভর যোগ্য সংবাদের ভিত্তিতে বুধবার চাঁদপুরের ৪০ গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছিল পবিত্র ঈদুল ফিতর।

১৯২৮ সার থেকে বিশ্ব মুফতী আল্লামা ইসহাক রহ.কর্তৃক প্রতিষ্ঠিত চাঁদপুর জেলার সার্দ্রা ঐতিহাসিক দরবার শরীফের ধর্মপ্রাণ মুসলমানগণ সর্বপ্রথম নবচন্দ্র দর্শনের নিভরযোগ্য সংবাদের ভিত্তিতে প্রতিবছরই ঈদুল ফিতর, ঈদুল আযহাসহ ধর্মীয় সকল উৎসবাদি পালন করে থাকে।

তবে এবার তাদের পারিবারিক দ্বন্দের কারণে বুধবার ও বৃহস্পতিবার ২ দিন আগাম ঈদ উদযাপিত হয়।

-কেএম

FacebookTwitter