বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপদেষ্টা নাহিদের চমকপ্রদ ভূমিকা

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপদেষ্টা নাহিদের চমকপ্রদ ভূমিকা

সারাদেশঃ
ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতিতে সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলস্থ বিআইডব্লিউটিএ (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ের সামনে তিনি এই আহ্বান জানান।

এর আগে সকালে বন্যাকবলিত এলাকায় দ্রুত উদ্ধার নৌকা পাঠানোর দাবিতে শিক্ষার্থীরা বিআইডব্লিউটিএ কার্যালয় ঘেরাও করে।

এ সময় উপদেষ্টা নাহিদ ইসলামও সেখানে উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, উপদেষ্টা নাহিদ সকালে বিআইডব্লিউটিএ কার্যালয়ে যান। ঘটনাস্থল থেকে প্রাপ্ত এক ভিডিও ক্লিপে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নাহিদ ইসলাম এক কর্মকর্তার সঙ্গে কথা বলছেন।

তিনি বলেন, ‘সবাইকে, বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণকারীদের দ্রুত আসতে বলুন। ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে ফোন করে নৌকা, স্পিডবোট, ট্রলার পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিন।’

প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে এই আদেশ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি কন্ট্রোল রুম খোলার সময় সম্পর্কে খোঁজ নেন।

এক ঘণ্টার মধ্যে কন্ট্রোল রুম খুলতে কর্মকর্তাদের নির্দেশ দিয়ে নাহিদ বলেন, অন্যথায় তিনি এখান থেকে নড়বেন না। ফোনে কথা বলার পর তিনি শিক্ষার্থীদের বন্যা কবলিত মানুষের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিতভাবে ত্রাণ সামগ্রী সংগ্রহ করতে বলেন। বলেন, ‘সরকারও ত্রাণ বিতরণ শুরু করবে।’

সব প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শুরু করতে বলেন তিনি। বলেন, ‘এভাবে কাজ করুন, যেন শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়ার এবং এভাবে কোনো অফিস ঘেরাও করার প্রয়োজন না হয়।’

উপদেষ্টা নাহিদ বলেন, ‘আপনারা সবাই জানেন, এই স্লুইস গেট খোলা, এই বিপর্যয় বাংলাদেশে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আনা হয়েছে, এই রাজনীতির মোকাবিলা করতে হবে। বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, কোনো দেশ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে বাংলাদেশের জনগণও জবাব দেবে।

-আরবি

FacebookTwitter