অনলাইনঃ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘বন্যা দুর্গত এলাকার প্রত্যেক ইউনিয়নে একটি করে ‘মুজিব কেল্লা’ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। তিনি বলেন, ‘মূল ভূমি থেকে নিরাপদ উচ্চতা সম্পন্ন এসব মুজিব কেল্লায় আশ্রয় কেন্দ্র ছাড়াও বিস্তৃর্ণ মাঠ থাকবে যেন সেখানে গবাদি পশু-পাখিও আশ্রয় নিতে পারে।’

বৃহস্পতিবার (২৫ জুলাই) কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।

প্রায় ৫ একর জায়গা নিয়ে এক একটি মুজিব কেল্লা তৈরি করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, ‘মুজিব কেল্লায় মানুষের আশ্রয়ের জায়গার পাশাপাশি গবাদি পশুর জন্য তৃণ ভূমির ব্যবস্থাও থাকবে। সেখানে ঘাস চাষ করা হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার বন্যার্তদের পাশে রয়েছে। বন্যা দুর্গতদের কষ্ট লাঘবে করণীয় সকল কাজ সরকার করবে। আমরা ইতোমধ্যে ত্রাণ তৎপরতা বাড়িয়েছি। প্রয়োজন অনুযায়ী আরও বরাদ্দ বাড়ানো হবে।’

বানভাসি জনপদের মানুষদের স্থায়ী পুনর্বাসনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা নদী খনন করে বন্যাকবলিত এলাকার এমন সংস্কার করবো যাতে বন্যার পানি আর লোকালয়ে প্রবেশ না করে। এ জন্য সরকার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে।’

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily