অনলাইনঃ
বাড্ডা ও মিরপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে।
বুধবার (২৪ জুলাই) মধ্য রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহারাজ (৪০) নামে এক মাদকবিক্রেতা ও নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু (৩৮) নামে এক সন্ত্রাসী।
র্যাব -১ এর এএসপি কামরুজ্জামান বলেন, বাড্ডার সাঁতারকুল পাঁচখোলা এলাকায় মাদকবিক্রেতা অবস্থান করছে বলে খবর আসে। ঘটনাস্থলে গেলে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আমরাও পাল্টা গুলি করি। এক পর্যায়ে তারা পিছু হটে। পরে তল্লাশি চালিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৩টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, তিন হাজার পিস ইয়াবা, একটি শর্টগান, একটি শ্যুটারগান, কয়েকটি ম্যাগজিন, ও একটি মোবাইল ফোন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনঃ
৮ লাখ টাকা ও পিস্তলসহ ৭ কাস্টমস কর্মকর্তা আটক
অপরদিকে র্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম জানান, শাহআলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে বলে খবর আসে। র্যাব গেলে তারা গুলি করে। র্যাবও পাল্টা গুলি করলে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
-কেএম