সারাদেশঃ
পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে কক্সবাজারের টেকনাফে তিন শীর্ষ ডাকাত নিহত হয়েছে।

আজ ৬ মে, বুধবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গখালীর পাহাড়ি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ কর্মকর্তাসহ পুলিশের ৫ সদস্যও আহত হয়েছেন।

নিহতরা হলেন- রঙ্গিখালী গ্রমের বাসিন্দা ছৈয়দ আলম, নুরুল আলম ও আবদুল মোনাফ ওরফে মোনাইয়া। এদের সকলেই পাহাড়ি ডাকাত বাহিনীর সদস্য বলে দাবি করেছে পুলিশ।

এছাড়া ঘটনাস্থল থেকে ১৮টি দেশি-বিদেশি অস্ত্র, দুইশ’ রাউন্ড গুলি ও ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সংবাদের সত্যতা স্বীকার করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আজ ভোররাতে রঙ্গিখালী পাহাড়ে ডাকাতদের আস্তানায় পুলিশ অভিযান চালায়। এসময় পিছু হটে পালানোর সময় ডাকাত দলের সদস্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

এসময় ৪ কর্মকর্তাসহ পুলিশের ৫ সদস্য আহত হয়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ সময় ডাকাতদের ওই আস্তানা থেকে দেশি-বিদেশি ১৮টি অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

ওসি প্রদীপ আরো জানান, আহত পুলিশ সদস্যদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত তিন ডাকাতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily