সারাদেশঃ
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতের পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ২৬ মে, মঙ্গলবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির সময় এ বজ্রপাত ঘটে। মৃত ব্যক্তিদের একজন মধ্যে নারীও রয়েছেন।

বৃষ্টির সময় উঠানে কাজ করতে গিয়ে বজ্রপাতে ওই নারীর মৃত্যু হয় বলে জানা গেছে।

মৃত ওই নারীর নাম রুমালী বেগম। তিনি শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। এছাড়াও মনাকষা ইউনিয়নের রানিনগর হঠাৎপাড়ার সাইদুর রহমানের ছেলে মামুন (৩৫) ও সদর সুন্দর ইউনিয়নের মরাপাগলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (৬৭)।

রুমালীর স্বজনরা জানান, ঝড়বৃষ্টির সময় বাড়ির উঠানে কাজ করছিলেন রুমালী বেগম। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি।

এদিকে মামুন ও সাদেকুলের স্বজানরা জানান, মামুন বৃষ্টির সময় মাঠে ঘাস কাটতে গিয়ে মারা যান। আর বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে সাদেকুলের মৃত্যু হয়।
-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily