সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষ্যে ফেভিকল চ্যাম্পিয়নস ক্লাব (এফসিসি)-এর উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচী উদযাপিত হয়েছে।
এফসিসি’র ২৩০০ জনের অধিক সদস্য এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং ১৫৬০ টি গাছের চারা রোপন করেছেন।
“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” প্রতিপাদ্যের সাথে রাজধানী ঢাকাসহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, গাজীপুর এবং সাভারে এই বৃক্ষরোপণ কর্মসূচী একযোগে পালিত হয়েছে।
এ প্রসঙ্গে পিডিলাইট বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার জনাব, মৈনাক দত্ত বলেন, “পৃথিবীর কল্যাণে পরিবেশের ভারসাম্য রক্ষার কোন বিকল্প নেই, আর পরিবেশের সুরক্ষায় যথাসম্ভব বৃক্ষরোপণ আবশ্যক।
সাম্প্রতিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগের বিরুদ্ধে লড়তে এমন ইতিবাচক একটি উদ্যোগ গ্রহণের জন্য এফসিসি কে আমি সাধুবাদ জানাই।’’
এফসিসি দেশের সুপরিচিত অ্যাডহেসিভ ব্র্যান্ড “ফেভিকল” সমর্থিত ফার্নিচার শিল্পের, একটি স্বতন্ত্র সংঘ। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে এই সংঘের ৩০টি ক্লাব রয়েছে।
কারুশিল্পী মালিকদের নিজ এবং সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০১৯ সালে বাংলাদেশে কাজ শুরু করে এই এফসিসি।
সংঘটি প্রতি ত্রৈমাসিক অন্তর বিভিন্ন সমাজ সেবামূলক কাজের উদ্যোগ নিয়ে থাকে যেমন; স্বাস্থ্য ক্যাম্প, রক্তদান ক্যাম্পেইন, বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা, শ্রমদানসহ এমন বিভিন্ন কর্মসূচি।
তারই ধারাবাহিকতায় এবারেও আয়োজিত হয়েছে এই বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।
-শিশির